নাহরীন আই খান
তোমার লেখা প্রাত্যহিক রোজনামচা গুলো আমার ফোন থেকে যেদিন মুছে গিয়েছিলো
কি নিদারুন এক বিষন্নতা ভর করেছিল
কি অদ্ভুত এক অকল্যান আশঙ্কা নির্ঘুম এই আমায় এপাশ ওপাশ করিয়েছি
সে কথা তুমি না জানলেও আমার নিঃসঙ্গ বালিশ জানে
তারপর তোমার শব্দ , কণ্ঠস্বর যখন মুছে গিয়েছিলো আমার নিঃশ্বাসের বলয় থেকে
ক্রমশ দূর থেকে আরো দূরবর্তী
অতঃপর নিস্তব্ধ পিন পতন নীরবতা
আত্মঘাতী হয়ে কি গভীর বিমর্ষ করেছিল আমায়
সে কথা তুমি না জানলেও আমার একাকী আয়না জানে
এরপর প্রাত্যহিক অভ্যস্ততায় পোশাকে হাসিতে অনন্য আমি রোজ ওই একাকী আয়নায় দাঁড়িয়ে আমারই প্রতিবিম্ব দেখি
মনে কারো নিত্য আসা যাওয়ায় কি দারুন প্রলেপ দিয়ে সুবসনা সেজে
ভুলে গেছি বলে ন হন্যতে হয়ে ওই নিঃসঙ্গ বালিশেই মুখ গুজি তোমাকেই হয়তো স্বপ্ন দেখবো বলে …