ডেস্ক রিপোর্ট : বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিন খেলা হলো মাত্র ৩৮ বল।
আজ, দ্বিতীয় দিন প্রথম সেশনের খেলা ভেস্তে যাবার পর দ্বিতীয় সেশনে বল মাঠে গড়ায়। এরপর মাত্র ৩৮ বল খেলা হয়। পরবর্তীতে বৃষ্টির কারণে আবারও খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত দুপুর ৩টা ২ মিনিটে আজকের খেলার ইতি টানেন আম্পায়ার ও ম্যাচ রেফারি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলেছিলো পাকিস্তান। আজ ৩৮ বল খেলার পর, পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬৩ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। অর্থাৎ, ৩৮ বল খেলে ২৭ রান তুলে পাকিস্তান।
আজহার আলি ৩৬ ও অধিনায়ক বাবর আজম ৬০ রান নিয়ে দিন শুরু করেছিলেন। আজ যতটুকু খেলা হয়েছে, তাতে আজহার ৫২ ও বাবর ৭১ রানে থেকে দ্বিতীয় দিন শেষ করলেন।
আলো স্বল্পতার কারনে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি। প্রথম দিন দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রান করে আউট হয়। পাকিস্তানের পতন হওয়া দু’টি উইকেটই নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
দিএডিটর৩৬৫/এমআরএম