আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে তাজিকিস্তান চলে গেছেন। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।এর আগে পদত্যাগ করেন আশরাফ গানি। রোববার সকালে দক্ষিণের জালালাবাদ দখল নেয়ার পর দুপুরের মধ্যে বিনা যুদ্ধে কাবুল দখল করে তালেবান। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালেবান প্রধান মোল্লা আবদুল গানি বরাদরের সঙ্গে ৪৫ মিনিট বৈঠকের পরই পদত্যাগ করেছিলেন গানি। তার পরই সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিজের কোর টিম নিয়ে আফগানিস্তান ত্যাগ করেছেন তিনি।বিগত দু’দিনে একে একে হেরাট, আয়বাক, গজনি, কন্দহর, তালিকান, কুন্দুজ দখল করে তালেবান। উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নেয় তারা। কাবুলের পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল, তালিবান কাবুল আক্রমণ করলেই দেশ ছেড়ে পালাতে পারেন প্রেসিডেন্ট আশরাফ গানি। রোববার তাই ঘটল বলে জানাচ্ছে সে দেশের সংবাদ মাধ্যম।
দিএডিটর৩৬৫/এমআরএম