দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ১৬১ জনে দাঁড়িয়েছে। একদিনে ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১ হাজার ১৬৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৩ দশমিক ৫৪।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন করোনা থেকে সুস্থ হলো।মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০৮টি ল্যাবে ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪৭ হাজার ৪২৪টি। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ।২৪ ঘণ্টায় নতুন ২৬৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৫৪ জন ও নারী ১১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ৩৮৪ জন ও নারী সাত হাজার ৭৭৭ জনমৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৮ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে পাঁচজন।২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জনসরকারি হাসপাতালে ১৯২ জন, বেসরকারি হাসপাতালে ৬২ জন ও বাসায় মারা গেছেন ১০ জন।
দিএডিটর৩৬৫/এমআরএম