দেশে করোনায় একদিনে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে।গতকাল শনিবার মারা যায় ৮০ জন।
একদিনে ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৯৪৮ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৪ দশমিক ১৪।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬ হাজার ৪৬৬ জন। মোট সুস্থ হয়েছে ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। গত ২৬ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৯৮ জন, ৬৪ দশমিক ৯৫ শতাংশ এবং নারী ৯ হাজার ১১৭ জন, ৩৫ দশমিক ০৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টা মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ১৮ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৭ জন এবং ৯০ থেকে ১০০ বছর বয়সী ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ ২ জন রয়েছে। এদের মধ্যে ৬৯ জন সরকারি, ১৮ জন বেসরকারি হাসপাতালে এবং ২ জন বাসায় মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টা ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৫১২ জন বেশি শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৬৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪৭ শতাংশ বেশি।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টা ১৪ হাজার ১৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৯২২ জন। ঢাকায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। গতকাল এই জেলায় ১৪ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৫ জন। যা ১৩ দশমিক ৭৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘণ্টা মারা গেছেন ১২ জন। গতকাল ২৫ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টা হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৮৬১ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৬০৫ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৪ দশমিক ৬১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১৮ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টা নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ১৭৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ৬৫২ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৫২৫ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৯২১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৫ হাজার ১২৯ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৭৯২ টি নমুনা বেশি নমুনা পরীক্ষা হয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম