দেশে করোনায় একদিনে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৬২৭ জনে দাঁড়িয়েছে।
একদিনে ৩৩ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪ হাজার ৯৬৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৪ দশমিক ৭৬।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭ হাজার ৮০৮ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন করোনা থেকে সুস্থ হলো।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৮৮টি ল্যাবে ৩৩ হাজার ৩৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৬৪০টি। করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ১১৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৫২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৭০৮ জন ও নারী আট হাজার ৯১৯ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জন। সরকারি হাসপাতালে ৯২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন ও বাসায় সাতজন মারা গেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম