দেশে করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। একদিনে ৪৭ হাজার ২০৭ জনের পরীক্ষায় নতুন করে ১১ হাজার ৪৬৩ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৪ দশমিক ২৮।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪ হাজার ৪১২ জন। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন করোনা থেকে সুস্থ হলো।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০৭টি ল্যাবে ৪৬ হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪৭ হাজার ২০৭টি। করোনা শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ২৪৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২৮ জন ও নারী ১১৭ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ২৩০ জন ও নারী সাত হাজার ৬৬৭ জন।মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন।২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন।
সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাসায় মারা গেছেন ১১ জন।দিএডিটর৩৬৫/এমআরএম