দেশে করোনায় একদিনে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে। একদিনে ৩৩ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬ হাজার ৯৫৯ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২১ দশমিক ০৮।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন করোনা থেকে সুস্থ হলো।সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭১৭টি ল্যাবে ৩১ হাজার ৮০৪টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ১৫টি। করোনা শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।২৪ ঘণ্টায় নতুন ১৭৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৯০ জন ও নারী ৮৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৩৩ জন ও নারী আট হাজার ৩১৬ জন।মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন ও ১০০ ঊর্ধ্বে একজন রয়েছেন।২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে সাতজন, সিলেট বিভাগে ছয়জন, রংপুর বিভাগে সাতজন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।সরকারি হাসপাতালে ১৩৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ জন ও বাসায় মারা গেছেন চারজন।
দিএডিটর৩৬৫/এমআরএম