ডেস্ক রিপোর্ট: দেশে করোনার সংক্রমণ বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রীরা তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে এক মাসের জন্য বন্ধ রাখা যেতে পারে
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আফতাবনগরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই।
অপরদিকে সকালে মানিকগঞ্জে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না।
তিনি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। তবে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে করোনা নিয়ন্ত্রণে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সব হাসপাতাল এবং নার্স-চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সব দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। টিকা সনদ ছাড়া রেস্টুরেন্টে প্রবেশ করা যাবে না। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সব পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই দুয়েক দিনের মধ্যে এসব কার্যকর হবে।
এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এক মাসের জন্য বন্ধ রাখা যেতে পারে। সমাজে যেসব বিষয়ে জনসমাগম হয়ে থাকে, সেসব কিছুই আপাতত কমপক্ষে এক মাসের জন্য স্থগিত করে দেওয়া উচিত।
দিএডিটর৩৬৫/এমআরএম