ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ১১১ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২৪ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ২ হাজার ৯১৬ জন শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৬৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২৪ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৪ হাজার ৯৬৪টি। করোনা শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের তিনজনেরই মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, আরেকজনের চট্টগ্রাম বিভাগে।
দিএডিটর৩৬৫/এমআরএম