ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ১ হাজার ১৪০ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন করোনায় আক্রান্ত হলো।
এর আগেরদিন বুধবার দেশে করোনায় তিনজনের মৃত্যু ও ৮৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৩ হাজার ৬২৯টি। করোনা শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।
নতুন করে মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। তাঁদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের চারজন এবং ৭১ থেকে ৮০ বছরের একজন। এরমধ্যে ঢাকায় একজন, চট্টগ্রাম বিভাগের চারজন এবং রাজশাহী ও রংপুর বিভাগের একজন করে। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম