ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ১২৩ জনে দাঁড়িয়েছে। এর আগেরদিন বুধবার দেশে করোনায় চারজনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু তিন গুণ বেড়েছে।
২৪ ঘণ্টায় ৮৫৩টি ল্যাবে ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২ হাজার ৯১৬ জন শনাক্ত হয়।আজ শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩০২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,একদিনে মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে।
তাদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৭ জন। শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। গতকাল এই হার ছিল ১৩ দশমিক ২৭ শতাংশ।
দিএডিটর৩৬৫/এমআরএম