ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে কম। গতকাল মারা যায় ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৬৫৪ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ২৩ হাজার ৩০২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৬৪৫ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮১৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন করোনা থেকে সুস্থ হলো।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৩ হাজার ৩০২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৩ হাজার ২০৪টি। করোনা শনাক্তের হার দুই দশমিক ৭৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন সাতজন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ তিন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৭৩৩ জন ও নারী নয় হাজার ৯২১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন।
এ ছাড়া সরকারি হাসপাতালে ছয়জন ও বেসরকারি হাসপাতালে একজন মৃত্যুবরণ করেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম