ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৯ হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৭৪ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।
আজ শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ২১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৯ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৭৮টি। করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। নতুন মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাঁদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন। এরমধ্যে ঢাকায় দুজন, রাজশাহীতে একজন ও খুলনায় একজন রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে একজন এবং বেসরকারি হাসপাতালে তিনজন মৃত্যুবরণ করেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম