দেশে করোনায় একদিনে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ২৩ জনে দাঁড়িয়েছে।
একদিনে ৩৪ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫ হাজার ৯৯৩ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৭ দশমিক ১৮।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০ হাজার ১৫৭৪ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন করোনা থেকে সুস্থ হলো।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭২৪টি ল্যাবে ৩৪ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৮৯২টি। করোনা শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ১৪৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৭৭ জন ও নারী ৬৮ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৩৯৯ জন ও নারী আট হাজার ৬২৭ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ছয়জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে সাতজন ও ময়মনসিংহ বিভাগে সাতজন।
সরকারি হাসপাতালে ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন ও বাসায় ছয়জন মারা গেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম