ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ২৮ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ১ হাজার ১৭৮ জন শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৮৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন করোনা থেকে সুস্থ হলো।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৮ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ২৬০টি। করোনা শনাক্তের হার চার দশমিক ১২ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ০২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৬৪৫ জন ও নারী নয় হাজার ৮৪২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন।
এ ছাড়া সরকারি হাসপাতালে ১৪ জন ও বেসরকারি হাসপাতালে তিনজন মৃত্যুবরণ করেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম