ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যায় ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৬৮ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ১৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৩১৪ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন করোনায় আক্রান্ত হলো। এর আগের দিন ২৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫২৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন করোনা থেকে সুস্থ হলো।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৭৮৯ জন ও নারী নয় হাজার ৯৭৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন। এদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে চারজন মৃত্যুবরণ করেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম