দেশে করোনায় একদিনে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫৮ জনে দাঁড়িয়েছে।গতকাল ৪১ জন মারা যায়।
গত একদিনে ২৮ হাজার ৬১৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ১ হাজার ৯০১ জন শনাক্ত হয়েছে ।শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ।গতকাল ছিল ৬ দশমিক ৫৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩ হাজার ৮৭৩ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন করোনা থেকে সুস্থ হলো।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮০৮টি ল্যাবে ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ৬১৫টি। করোনা শনাক্তের হার ছয় দশমিক ৬৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৫১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৪৩৬ জন ও নারী নয় হাজার ৬২২ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের নিচে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন ও ৯১ থেকে ১০০ বছরের নিচে দুজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন।
ছাড়া সরকারি হাসপাতালে ৪৪ জন, বেসরকারি হাসপাতালে সাতজন মৃত্যুবরণ করেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম