ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যায় ১৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ২৬ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৮৬০ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৭৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন করোনা থেকে সুস্থ হলো।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৬ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৬ হাজার ৭৪৪টি। করোনা শনাক্তের হার তিন দশমিক ২৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৯৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৬৫৬ জন ও নারী নয় হাজার ৮৫৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আটজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ চারজন।
এ ছাড়া সরকারি হাসপাতালে ২০ জন ও বেসরকারি হাসপাতালে তিনজন মৃত্যুবরণ করেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম