ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যায় ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৬৭৪ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ১৬ হাজার ৯২৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৪১৫ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৪৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন করোনা থেকে সুস্থ হলো।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৭৫৫টি। করোনা শনাক্তের হার দুই দশমিক ৪৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২ জন ও নারী আটজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৭৪৫ জন ও নারী নয় হাজার ৯২৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে দুজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৭ জন ও বেসরকারি হাসপাতালে তিনজন মৃত্যুবরণ করেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম