দেশে করোনায় একদিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মারা যায় ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ২৮ হাজার ৭৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ১ হাজার ৩৭৬ জন শনাক্ত হয়েছে ।করোনা শনাক্তের হার চার দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৪২৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ছয় হাজার ১৩৫ জন করোনা থেকে সুস্থ হলো।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৫৫৬ জন ও নারী নয় হাজার ৭৫৭ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের নিচে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন।
সরকারি হাসপাতালে ৩০ জন ও বেসরকারি হাসপাতালে পাঁচজন মৃত্যুবরণ করেছে। হাসপাতালে মৃতাবস্থায় আনা হয়েছে একজনকে।
দিএডিটর৩৬৫/এমআরএম