দেশে করোনায় একদিনে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে।গতকাল ৩৮ জন মারা
গত একদিনে ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ১ হাজার ৩২৭ জন শনাক্ত হয়েছে ।শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩ হাজার ১৬৮ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন করোনা থেকে সুস্থ হলো।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় ৮০০টি ল্যাবে ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৬৮৩টি। করোনা শনাক্তের হার সাত দশমিক তিন শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৫৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৪৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২২ জন ও নারী ২৬ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৩৩৬ জন ও নারী নয় হাজার ৫৪৪ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে চারজন, ময়মনসিংহ বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজন।
সরকারি হাসপাতালে ৪৪ জন, বেসরকারি হাসপাতালে চারজন মৃত্যুবরণ করেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম