ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫৫৫ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ১৭ হাজার ২৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৫৮৯ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৪১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন করোনা থেকে সুস্থ হলো।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ১৭ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৪১৫টি। করোনা শনাক্তের হার তিন দশমিক ৪১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন ২৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী নয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৬৮৩ জন ও নারী নয় হাজার ৮৭২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে তিনজন মৃত্যুবরণ করেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম