ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যায় ২৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ২৪ হাজার ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৭০৩ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন করোনা থেকে সুস্থ হলো।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ২১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ নয়জন ও নারী ১২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৭২৪ জন ও নারী নয় হাজার ৯১১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে আটজন, খুলনা বিভাগে দুইজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে দুইজন।
এ ছাড়া সরকারি হাসপাতালে ১৯ জন ও বেসরকারি হাসপাতালে একজন মৃত্যুবরণ করেছে। এ ছাড়া বাসায় মৃত্যুবরণ করেছেন একজন।
দিএডিটর৩৬৫/এমআরএম