দেশে করোনায় একদিনে আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৭৮৭৮ জনে দাঁড়িয়েছে।
একদিনে ৩৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬ হাজার ৫৬৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৪।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০ হাজার ১৫৩ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন করোনা থেকে সুস্থ হলো।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ১৫৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৭৬ জন ও নারী ৮৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৩১৯ জন ও নারী আট হাজার ৫৫৯ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে আটজন ও ময়মনসিংহ বিভাগে পাঁচ জন।
সরকারি হাসপাতালে ১২৯ জন, বেসরকারি হাসপাতালে ২৬ জন ও বাসায় চারজন মারা গেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম