ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ২৪ হাজার ৯২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৭৯৪ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৩৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন করোনা থেকে সুস্থ হলো।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২১ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ১৬০টি। করোনা শনাক্তের হার দুই দশমিক ৯০ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৫ হাজার ২৩৬টি। করোনা শনাক্তের হার তিন দশমিক ১৯ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী নয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৭০০ জন ও নারী নয় হাজার ৮৯১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে তিনজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬ জন ও বেসরকারি হাসপাতালে দুজন মৃত্যুবরণ করেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম