দেশে করোনায় একদিনে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৬৮৪ জনে দাঁড়িয়েছে। একদিনে ২৭ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ৬৩৯ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৯ দশমিক ৬৯।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫ হাজার ৫৬৭ জন। মোট সুস্থ হয়েছে ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গতকাল মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ২৩৯ জন, ৬৪ দশমিক ৬০ শতাংশ এবং নারী ৯ হাজার ৪৪৫ জন, ৩৫ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টা মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৬ জন এবং ৯০ থেকে ১০০ বছর বয়সী ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছে। এদের মধ্যে ৪৩ জন সরকারি হাসপাতালে, ১১ জন বেসরকারি হাসপাতালে ও ১ জন বাসায় মারা গেছেন এবং ১ জনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টা ২৭ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৭ হাজার ৫৯৫ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৭১ জন কম শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ১৩ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টা ১৩ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন। ঢাকায় শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। গতকাল এই জেলায় ১৩ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯১ জন। যা ৯ দশমিক ৩৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘণ্টা মারা গেছেন ১১ জন। গতকালও ১১ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টা হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ১২৪ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৪৪৩ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৫ দশমিক ৯১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২ শতাংশ কম।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টা নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৪৬৬ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৭ হাজার ৮৪২ জনের। গতকালের চেয়ে আজ ৩৭৬টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ২৩৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৫৯৫ জনের। গতকালের চেয়ে আজ ৩৬২ টি নমুনা কম পরীক্ষা হয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম