দেশে করোনায় একদিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ১৯ হাজার ৬৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ১ হাজার ১৯০ জন শনাক্ত হয়েছে ।শনাক্তের হার ৬ দশমিক ০৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৬৪৫ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৯৮ হাজার ৩৫৪ জন করোনা থেকে সুস্থ হলো।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮০৮টি ল্যাবে ১৯ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৮৯৬টি। করোনা শনাক্তের হার ছয় দশমিক ০৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ১৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৪৯০ জন ও নারী নয় হাজার ৬৯২ জন।মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের নিচে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আটজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে তিনজন, রংপুর বিভাগে একজন, সিলেট বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ২৭ জন, বেসরকারি হাসপাতালে আটজন মৃত্যুবরণ করেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম