দেশে করোনায় একদিনে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৬৫২ জনে দাঁড়িয়েছে।
একদিনে ৪২ হাজার ৩ জনের পরীক্ষায় নতুন করে ১০ হাজার ২৯৯ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৪ দশমিক ৫২।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৫ হাজার ৪৪৭জন করোনা থেকে সুস্থ হলো।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০৭টি ল্যাবে ৪০ হাজার ১১৩টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪২ হাজার তিনটি। করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ২৪১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২৮ জন ও নারী ১১৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ১০২ জন ও নারী সাত হাজার ৫৫০ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে নয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জন।
সরকারি হাসপাতালে ১৮৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৪ জন ও বাসায় মারা গেছেন নয়জন।
দিএডিটর৩৬৫/এমআরএম