ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যায় ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৩০ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ২২ হাজার ১৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৫১৮ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫০৫ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন করোনা থেকে সুস্থ হলো।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ আটজন ও নারী নয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৭৬৮ জন ও নারী নয় হাজার ৯৬২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে দুইজন ও বরিশাল বিভাগে একজন।
এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬ জন ও বেসরকারি হাসপাতালে একজন মৃত্যুবরণ করেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম