ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যায় ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭১৩ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ২৩ হাজার ১৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৫৪৩ জনের শনাক্ত হয়েছে।আজ শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭০১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন করোনা থেকে সুস্থ হলো।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ দশজন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৭৬০ জন ও নারী নয় হাজার ৯৫৩ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে দুইজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন।
এ ছাড়া সরকারি হাসপাতালে ১২ জন ও বেসরকারি হাসপাতালে একজন মৃত্যুবরণ করেছে। বাসায় মৃত্যুবরণ করেছে একজন।
দিএডিটর৩৬৫/এমআরএম