ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় একদিনে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে।
গত একদিনে ১৯ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৩৮২ জনের শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন করোনায় আক্রান্ত হলো।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩১২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন করোনা থেকে সুস্থ হলো।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৯টি ল্যাবে ১৯ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৬২৩টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৯৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।
মৃত্যুবরণকারী দুজন পুরুষের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন। একজন চট্টগ্রাম ও আরেকজন খুলনার বাসিন্দা। একজন সরকারি হাসপাতালে ও আরেকজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম