ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় চলতি বছরের একুশে গ্রন্থমেলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
আজ রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান গণমাধ্যমকে জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ একুশে গ্রন্থমেলা দুই সপ্তাহ (১৫ দিন) পিছানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে, করোনা ভাইরাস পরিস্থিতি অনুযায়ী বইমেলার নির্ধারিত তারিখ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান হোসেন জানান, কোভিড পরিস্থিতি বিশেষ করে ওমিক্রণের সংক্রমণ বৃদ্ধির কারণে একুশে গ্রন্থমেলা দুই সপ্তাহ স্থগিত করার বিষয়ে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই বিষয়ে মৌখিকভাবে নির্দেশনা পেয়েছি যে, দুই সপ্তাহের জন্য গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর পহেলা ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে গতবছর ১৮ মার্চ মাসব্যাপী বইমেলা শুরু হয়। এই মেলা ১৪ এপ্রিল পর্যন্ত চালু থাকার কথা থাকলেও পরবর্তীতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় নির্ধারিত সময়ের আগে শেষ হয় ১২ এপ্রিল।
দিএডিটর৩৬৫/এমআরএম