দিনাজপুরের পৃথক দুই স্থানে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলার ৮ নং উপশহরে একসঙ্গে খেলার সময় বজ্রপাতে নিহত হয়েছে ৪ জন কিশোর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় নিহত হয়েছেন তিনজন যুবক।
নিহতরা হলো- দিনাজপুর উপশহর ৮নং রেলঘুম্টি এলাকার মোকসেদ আলীর পুত্র আপন হোসেন (১৩), আমিনুল ইসলামের পুত্র সাজ্জাদ হোসেন (১৪), সাজু মিয়ার পুত্র রায়হান হোসেন মিম (১৩) ও আনন্দসাগর লম্বাপাড়া এলাকার সিদ্দিক হোসেনের পুত্র হাসান আলী (১২)।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, আজ সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপশহর ৮নং ব্লকের ১৬ নং রেলঘুন্টির পাশে একটি পুকুরের পাড়ে কয়েকজন কিশোর খেলাধুলা করার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে চার কিশোর গুরুতর আহত হয়।
তিনি জানান, আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারকিশোর- আপন হোসেন, সাজ্জাদ হোসেন, রায়হান হোসেন মিম ও হাসান আলীকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত অপর তিনজনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, দক্ষিণ সুকদেবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামু মোহাম্মদের ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।
চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনউদ্দীন শাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেল ৪টায় বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে মাছ ধরার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
দিএডিটর৩৬৫/এমআরএম