জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে টাইগারা। বৃহস্পতিবার সকাল ৯ টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিদেশের মাটিতে তিন ফরম্যাটে সিরিজ জিতে দেশের মাটিতে পা রাখলেন তাঁরা।
জিম্বাবুয়ে থেকে বুধবার দেশের ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আফ্রিকার জোহেন্সবার্গ ও কাতারের দোহা হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট দলকে তিনদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তাদের শর্ত অনুযায়ী সিরিজের প্রতিটি ম্যাচই অভিন্ন ভেন্যুতে, অর্থাৎ ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া।
দ্যএডিটর৩৬৫/ জেডআই