দেশে গত তিনদিন ধরে করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।তবে শনাক্তের হার কিছুটা কমেছে।
গত ২৫ সেপ্টেম্বর ১৭ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা করে ৮১৮ জন শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৯ শতাংশ। পরদিন ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৯৮০ জন শনাক্ত হয়। সেদিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১ শতাংশ।
আজ ২৭ সেপ্টেম্বর ২৭ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ১ হাজার ২১২ জন শনাক্ত হয়। শনাক্ত হার ৪ দশমিক ৩৬ শতাংশ।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জন। গতকাল ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৯৮০ জন। দেশে এ পর্যন্ত ৯৬ লাখ ৪৬ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮৩৩ জন। শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৪ দশমিক ৮০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬ জন। গতকাল ৮ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। গতকালও সুস্থতার হার একই ছিল।
দিএডিটর৩৬৫/এমআরএম