আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান গত এক সপ্তাহ ধরে সংগ্রাম চালিয়ে দেশটির মোট ৩৪ প্রদেশের মধ্যে ১০টির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয়। এ ঘটনার পর অবশেষে আজ দেশটির সরকার প্রধান আশরাফ গনি নিয়ন্ত্রিত কাবুল সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে।
দেশ দখলে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াইয়ের মধ্যে আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে কাবুল সরকারের এমন প্রস্তাবের তথ্য জানিয়েছে।
এদিকে আফগানিস্তানের গজনী শহর দখল করেছে তালেবান যোদ্ধারা। এই শহর থেকে দেশটির রাজধানী কাবুল মাত্র ১৫০ কিলোমিটার দূরে। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং আফগান সরকারকে একা লড়াই করার জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার জন্ম হয়েছে। এখন তালেবানরা আফগানিস্তানের প্রায় দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে। একজন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, তালেবানরা গজনী দখল করেছে, যা কাবুল এবং দ্বিতীয় বড় শহর কান্দাহারের মহাসড়কে অবস্থিত। প্রবল সংঘর্ষের পর এর সমস্ত সরকারি সংস্থার সদর দপ্তর দখল করে নিয়েছে তারা।
কাতারে কাবুল সরকার এবং তালেবান নেতাদের মধ্যে চলমান ‘আফগান শান্তি’ আলোচনা থেকে এমন প্রস্তাব এসেছে। তবে আফগান সরকার বা তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে এখনো কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে। এই শান্তি আলোচনার কোনো ফলাফল না আসলেও আফগানিস্তানজুড়ে তালেবান যোদ্ধাদের কলেবর ভালোই চলছে। যেখানে সরকারি বাহিনীর কাছ থেকে একের পর এক অঞ্চল দখল করছে তারা।
গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে তালেবান দেশটি নিজেদের দখলে নিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে। সফলও হচ্ছে তারা।
তালেবান খুব দ্রুতগতিতে আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। গ্রামীণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন বড় বড় শহর ও বাণিজ্য কেন্দ্রগুলো দখল করছে তালেবান। এতে করে দেশটি মারাত্মক এক নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে।
এরই মধ্যে তালেবানদের দ্রুত অগ্রগতির মুখে সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদজাইকে অপরসারণ করেছে আফগান সরকার। আজ বৃহস্পতিবার তালেবানের হাতে দশম প্রাদেশিক রাজধানী হিসেবে কৌশলগত গজনি শহরের পতন হয়েছে।
আফগানিস্তানের প্রধান শহরগুলোর ভবিষ্যত নিয়ে ভীষণ উদ্বেগ দেখা দিয়েছে। উভয়পক্ষ নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। তবে সরকারি সেনারা কতদিন নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে সেটাই বড় প্রশ্ন। স্থানীয়রাও বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।
বিবিসির প্রতিবেদন বলছে, তালেবানরা ইতোমধ্যে অর্ধেক আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে। এর মধ্যে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ইরানের সঙ্গে ‘বর্ডার ক্রসিং’ রয়েছে। তবে তালেবান অবশ্য দেশের ৯০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে।
দ্যএডিটর৩৬৫/ জেডআই