গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৪৩ জন।
এরমধ্যে রাজধানী ঢাকায় ২৮৬ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫৭ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে (৬ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে ৭ সেপ্টেম্বর সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১২ হাজার ৪৩৪ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা ও ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ১০১ জন।
তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ টি হাসপাতালে এক হাজার ১৩৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৪৮ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৫২ জন।
দিএডিটর৩৬৫/এমআরএম