ডেস্ক রিপোর্ট : দেশবরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সোমবার রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
ইনামুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।
দেশের জনপ্রিয় নাট্যকার ইনামুল হক একাধারে একজন অভিনেতা, লেখক, নাট্য নির্দেশক ও শিক্ষক। নাট্যঙ্গনে তার অবদানের জন্য তিনি ২০১২ সালে একুশে পদক এব্ং ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার পান। তিনি দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।
তার জন্ম ফেনীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ইনামুল হকের স্ত্রী বরেণ্য নাট্যজন লাকী ইনাম। তাদের দুই মেয়ে- হৃদি হক ও প্রৈতি হক। ফাদার গাঙ্গুলীর নির্দেশনায় ‘ভাড়াটে চাই’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি । ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ‘নাগরিক নাট্যসম্প্রদায়’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।
দিএডিটর৩৬৫/এমআরএম