ডেস্ক রিপোর্ট : ‘কোয়াইট অন সেট প্রোডাকশন্স’ এর ব্যানারে নির্মিত তিন পর্বের ওয়েব সিরিজ ‘ড্রাইভার’ রিলিজ পেলো ১০ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে। ইতিমধ্যে দর্শকদের কাছে ছবিটি ব্যাপক সারা ফেলেছে। নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরীর। ক্রাইম, নাটকীয়, গুপ্তরহস্য থ্রিলারধর্মী একটি ওয়েব সিরিজ ‘ড্রাইভার’। ৭ বছর আগে ২০১৫ র একটি ঘটনারই পটভূমিতেই কেন্দ্র করে এই রহস্যে ঘেরা ড্রাইভার ওয়েব সিরিজটি নির্মিত।
গল্প প্রকাশের ধরণ দর্শক ধরে রাখার মতো। শেষ পর্যন্ত রহস্যটা ধরে রাখতে সক্ষম হয়েছেন নির্মাতা।
অভিনেত্রী শেহনাজ ও ড্রাইভার রফিকের মধ্যে দ্বন্দ , রহস্য এবং রহস্যের জট খুলল এস পি শুভোর হাত ধরে । প্রতিটা পর্বের শেষে একটা করে নতুন চমক যা পরের পর্ব দেখার আগ্রহ তৈরী করতে সক্ষম হয়েছে।
ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সাবলিল অভিনয়। ড্রাইভার রফিক চরিত্রটা একটা রহস্য। নাইকা শেহনাজ চরিত্রে মাহিয়া মাহী গ্ল্যামার কে ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন।
পুলিশের চরিত্রে নতুন মুখ আরেফিন জিলানী বলিষ্ট অভিনয় করে ইতিমধ্যে দর্শকদের মনে যায়গা করে নিয়েছেন । পুলিশ অফিসার হিসেবে তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল চমৎকার। ডায়ালগ ডেলিভারির সাথে এক্সপ্রেশন আর বলার ভঙ্গি প্রমান করে তিনি এই জগতে সম্ভাবনাময় ।
থ্রিলার গল্পের জন্য যেমন মিউজিক ও সিনেমাটোগ্রাফি দরকার তা ছিলো এটিতে। একটা চমৎকার ওয়েব সিরিজ ‘ড্রাইভার’।
এই ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পেয়েছে ১০ ফেব্রুয়ারি। যা দেখা যাবে একেবারে ফ্রি তে।
দিএডিটর৩৬৫/এমআরএম