গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে নতুন ২৬৫ রোগী ভর্তি হয়েছে।
রাজধানী ঢাকায় ২৩২ জন এবং অন্যান্য বিভাগে নতুন ৩৩ জন ভর্তি হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ডেঙ্গু রোগীর সর্বশেষ এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১ হাজার ৫০১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়সীমায় এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ১৭৪ জন।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট এক হাজার ২৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ১১৩৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৩৬ জন ভর্তি রয়েছে। এ পযর্ন্ত সারাদেশে মোট ৫১ জন ডেঙ্গু রোগী মারা গেছে।
দিএডিটর৩৬৫/এমআরএম