গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭৮ জন ভর্তি হয়েছে ।চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের বেশিরভাগই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট আক্রান্তের অন্তত ৮ শতাংশই শিশু।
রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা বেশি। এ সময়ে ঢাকায় ২৩০ এবং অন্যান্য বিভাগে নতুন ৪৮ জন ভর্তি হয়েছে ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গু রোগীর সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৮৫৩ জন।
তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১০৩ জন ভর্তি রয়েছে।
গত ১ জানুয়ারি থেকে ২৫ আগষ্ট পর্যন্ত ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন সাত হাজার ৭২১ জন। এই সময়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে রাজধানীর শিশু হাসপাতালে প্রতিদিনই ঢাকা ও সারাদেশ থেকে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্তের বেশিরভাগই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট আক্রান্তের অন্তত ৮ শতাংশই শিশু। এ মাসেই ৩ শিশুসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে।
জুলাই ও আগস্টের শুরুতে দক্ষিণ ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন উত্তর ঢাকায় বেশি। শিশু হাসপাতালের তথ্য বলছে, ডেঙ্গুর হটস্পট এখন মিরপুর। ডেঙ্গুর বিস্তার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট আক্রান্তের ৮ শতাংশই শিশু।১৮ বছর পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
দিএডিটর৩৬৫/এমআরএম