দেশে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। আর সারা দেশে নতুন শনাক্ত ৩০৬ জন রোগী। এর মধ্যে ঢাকায় একদিনে ২৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল এ সংখ্যা ঢাকাতে ছিলো রেকর্ড ৩০৬ এবং সারা দেশে ৩২৯ জন।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন মোট ১ হাজার ১৯৩ জন ডেঙ্গুরোগী। আর ঢাকাতে ভর্তি আছেন ১ হাজার ১১০ জন। এবছর এখন পর্যন্ত ৬ হাজার ৯৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ৩০ জনের।
এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চলতি আগস্ট মাসে ৪ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে এসেছে। গত জুলাইয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৮৬।
২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল। পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।
করোনাভাইরাসের মহামারীর মধ্যে চলতি বছরের জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
এদিকে এডিস মশা নিয়ন্ত্রণে রাখার জন্য ঢাকার দুই সিটি করপোরেশন নিয়মিত ওষুধ ছিটানো ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে। যেসব ভবন ও স্থাপনায় এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনার মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করা হচ্ছে। গতকালও দুই সিটি করপোরেশন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম