কঠোর লকডাউন শেষে বুধবার (১১ আগস্ট২০২১) থেকে চলবে ট্রেন। এ জন্য আগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট কাউন্টারে বা অনলাইনে পাওয়া যাচ্ছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয়েছে এই টিকিট বিক্রি। সকাল থেকেই স্বাস্থ্যবিধি মানতে রেলওয়ে পুলিশ নির্দেশনা দিয়ে যাচ্ছে। মাস্ক ও যাবতীয় স্বাস্থ্যসরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য তদারকি চালাচ্ছে তারা।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন দিয়ে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হবে। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টারে পাওয়া যাচ্ছে এবং নন-কম্টিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশনের কাউন্টারে পাওয়া যাচ্ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের লাইনের দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি মেন বিভিন্ন রুটের জন্য আলাদা লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আবার নারীদের জন্যও পৃথক লাইনের ব্যবস্থা রয়েছে।
এই স্টেশনের রেলওয়ের কর্মকর্তারা জানান, আন্তঃনগর ট্রেনের টিকেট কাউন্টার ৫০ শতাংশ থেকে বিক্রি করা হচ্ছে এবং বাকি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকেট অনলাইনে ও মোবাইল অ্যাপে।
কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে গত ১ জুলাই দেশব্যাপী কঠোর বিধিনিষেদের ঘোষণার পর সকল গণপরিবহন বন্ধ ছিল । পরে ঈদের ছটিতে বিধিনিষেধ শিথিল ও গণপরিবহন চালু ছিল। এরপর ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হয়। তখন থেকে সব গণপরিবহনই বন্ধ আছে। সরকার ঘোষিত ১৯ দিনের এই কঠোর লকডাউন শেষ হচ্ছে মঙ্গলবার। এবার চালু থাকবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, বিপণি বিতান ও দোকানপাট। আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে।
দ্যএডিটর৩৬৫/ জেডআই