ডেস্ক রিপোর্ট : ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আজ সোমবার বালুভর্তি ট্রাক চাপায় একই পরিবারের চার নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোচালকসহ আরও তিনজন।
নিহতরা হলেন- ময়না বেগম (৫০), রাহেলা বেগম (৪০), সুফিয়া (৩০) ও মালা বেগম (৪৬)। তারা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গাঙ্গেরপাড় এলাকার বাসিন্দা।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মৃধাকান্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তারা ব্যাটারিচালিত ইজিবাইকে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন। মৃধাকান্দা মোড়ে পৌঁছলে দোহার থেকে আসা বালুভর্তি একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ট্রাক ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
দিএডিটর৩৬৫/এমআরএম