এ বছরের গত ফেব্রুয়ারিতে দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে টিকা কর্মসূচি চালু হয়। এর পর থেকে এ পর্যন্ত (২৯ জুলাই ২০২১) টিকার আওতায় এসেছে ১ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৭৩৯ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা গেছে। বুধবারে সন্ধ্যা পর্যন্ত ১ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ১২৭ জন টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন বলেও জানিয়েছেন তিনি।
টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ গ্রহীতার সংখ্যা ৫০ লাখ ৪৮ হাজার ১৭২ জন এবং নারী গ্রহীতার সংখ্যা ৪৩ লাখ ২২ হাজার ৩২৭ জন। মোট টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৮২ লাখ ৭০ হাজার ৪২২ জন এবং দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ৪৩ লাখ ২২ হাজার ৩২৭ জন।
প্রদানকৃত টিকার মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, সিনোফার্ম, ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীর সংখ্যা বেশি যা ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন। দ্বিতীয় অবস্থানে আছে চীনের সিনোফার্ম যার টিকা গ্রহীতার সংখ্যা ১৮ লাখ ৭৮ হাজার ৬৫৪ জন। অন্যদিকে মডার্না এবং ফাইজার-বায়োএনটেকের ‘টিকা’ গ্রহীতার সংখ্যা যথাক্রমে ৫ লাখ ৪৫ হাজার ৪৫৩ এবং ৫০ হাজার ৫২৩ জন।
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টীকা গ্রহীতার মধ্যে নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন এবং পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ জন। এই টিকা গ্রহণকারীদের ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।
ফেব্রুয়ারিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু হলেও সিনোফার্মের টিকাদান কর্মসূচি শুরু হয় গত ১৯ জুন। দ্বিতীয় ধাপে সিনোফার্মের টিকা প্রদান শুরু হলে এখন পর্যন্ত এই টিকা গ্রহণ করেছেন ১০ লাখ ৭৫ হাজার ২০০ জন পুরুষ এবং ৮ লাখ ৩ হাজার ৪৫৪ জন নারী। সিনোফার্মের টিকার ১৮ লাখ ৫৪ হাজার ৭০১ জন প্রথম ডোজ এবং ২৩ হাজার ৯৫৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।
মডার্নার টিকা প্রদান শুরু হয় গত ১৩ জুলাই থেকে। এখন পর্যন্ত ৫ লাখ ৪৫ হাজার ৪৫৩ জন এ টিকা নিয়েছেন যার মধ্যে নারী ২ লাখ ১৩ হাজার ৫১৭ জন এবং ৩ লাখ ৩১ হাজার ৯৩৬ জন।
এদিকে ফাইজার-বায়োএনটেকের টিকা প্রদান কর্মসূচী চলছে ঢাকার ৭ টি কেন্দ্র থেকে। যেখান থেকে টিকা নিয়েছেন ৪৩ হাজার ৪০২ জন পুরুষ ও ৭ হাজার ১২১ জন নারী। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৬৭ জন পুরুষ এবং নারী ১২১ জন। অন্যদিকে প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৩৫ জন এবং নারী ৭ হাজার জন।
দ্যএডিটর৩৬৫/ জেডআই