ডেস্ক রিপোর্ট : দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল-কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা এবং ফার্নেস অয়েলের দাম লিটারে ৫৯ টাকা থেকে ৬২ টাকা করা হয়েছে। নতুন এই দাম বুধবার রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে।
বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম নিয়মিত বাড়ছে। আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে প্রতি ব্যারেল পরিশোধিত জ্বালানি কিনতে বাড়তি ৯৩ ডলার দিতে হওয়ায়, প্রতিদিন সরকারের ২২ কোটি টাকা লোকসান হচ্ছে; যা প্রতি মাসে দাঁড়ায় ৬০০ কোটি টাকার বেশি।
তাছাড়া প্রতিবেশী দেশ ভারতে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ রুপি হওয়ার কারণে দেশ থেকে তেল পাচার হচ্ছে। এসব কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে দাম বাড়ানোর।
এতে আরো জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০০৮ এর জারিকৃত প্রজ্ঞাপন এবং এ সনশোধনীসহ অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার হয়, তার ৭৩ শতাংশের বেশি ডিজেল। সড়ক ও নৌ পরিবহন, কৃষির সেচ পাম্প এবং বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রসহ নানা ক্ষেত্রে ডিজেলের ব্যবহার রয়েছে।
দেশে ট্রাক, বাসসহ পরিবহনের জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। এর দাম বাড়ায় পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাক ভাড়া বাড়লে সব পণ্যের পরিবহন খরচ বাড়বে।
এতে করে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
দিএডিটর৩৬৫/এমআরএম