লকডাউনবিরোধী আন্দোলনের উত্তাল হয়ে উঠেছে জার্মানির বার্লিন। এই আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে রবিবার পর্যন্ত ৬০০ জনকে আটক করা হয়েছে। জার্মান গণমাধ্যমের বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জার্মান সরকারের করোনা নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের একটি হলো লাগাতার লকডাউন। তবে সে দেশের মানুষ দীর্ঘস্থায়ী লকডাউন ভঙ্গ করে রাস্তায় বেরিয়ে পড়ে। হাজার হাজার বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে দুই হাজারেরও বেশি পুলিশ নিয়োগ করে জার্মানি সরকার।
ভয়েস অব আমেরিকার তথ্য মতে, স্টুটগার্ট ভিত্তিক কোয়ের্ডেনকার আন্দোলনের একটি অংশ বিক্ষোভ সৃষ্টি করে বেশ কয়েকদিন আগেই। স্থানীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে তাদের দ্বারা উদ্ভুত বেশ কয়েকটি বিক্ষোভকে নিষিদ্ধ করেছিল। কিন্তু বার্লিনে তারা নিষেধাজ্ঞা অমান্য করেই রাস্তায় নেমে আসে।
জার্মানিতে লকডাউন বিরোধী আন্দোলনগুলোর মধ্যে কোয়ারডেনকার সবচেয়ে দৃশ্যমান। কোয়ানডেনকার আন্দোলন বার্লিনের মানুষদের উদ্বুদ্ধ করে। ডানপন্থী ও বামপন্থী উভয় দল সহ বার্লিনের হাজার হাজার মানুষ আন্দোলনে নামে। আন্দোলনকারীদের বেশিরভাগ অংশই টিকা, ও করোনাভাইরাস বিরোধী মতবাদ ধারী। যারা ডানপন্থীদেরও একত্রিত করে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে বলেও জানা যায়।
জার্মান পুলিশের দেওয়া তথ্য মতে, গত বিক্ষোভে আটকারীদের বের করে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের প্রায় ৬০০ জনকে গ্রেফতার করে তারা। পুলিশ আগে থেকেই সতর্ক করলেও বিক্ষোভকারীরা এই সহিংস আচরণের আশ্রয় নেয়। বিক্ষোভ বন্ধ না করলে জলকামান ব্যবহার করবে বলে পুলিশ সতর্ক করেছে।
গত সপ্তাহে জার্মানিতে করোনাভাইরাসের সংক্রমণ কম থাকলেও চলতি সপ্তাহে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণের নতুন পথ তৈরী হয়। মৃত্যু সংখ্যাও গত কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছে। রবিবার পর্যন্ত দেশটিতে ২০৯৭ টি সংক্রমনের তথ্য পাওয়া গেছে যা গত সপ্তাহের তুলনায় পাঁচশতাধিক। এই পরিস্থিতিতে দেশটিতে লকডাউনবিরোধী আন্দোলন চলছে।
দ্যএডিটর৩৬৫/ জেডআই