ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বিভাগ।
সোমবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান তার আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সোমবার রাত ১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।
তিনি আরও জানান, ছেলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট।
আজ মঙ্গলবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেনও এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে আজ সকালে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড মঞ্জুর করেন। আদালতের যাত্রাবাড়ীর থানার সাধারণ নিবন্ধন (জিআর) কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম