কোভ্যাক্সের আওতায় জাপানের দেওয়া আরও ছয় লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছেছে। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে।
অন্যদিকে তৃতীয় চালনটি আসে ২ আগস্ট। যেখানে টিকার পরিমাণ ছিল ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ, ২১ আগস্ট চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে পৌঁছায়।
আর সর্বশেষ পঞ্চম চালনটি আসলো গতকাল শনিবারে। এই চালানে আরও ছয় লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছাল।
জাপান থেকে সব মিলিয়ে মোট ৩০ লাখ ৫৯ হাজার ৬৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেল বাংলাদেশ। কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩০ লাখ ডোজ দেওয়ার কথা ছিল। শনিবার শেষ চালান পাঠানোর মধ্য দিয়ে জাপান তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে।
দ্যএডিটর৩৬৫/ জেডআই